সিদ্ধিপাশা পি.বি মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরামের ত্রাণ সামগ্রী প্রদান
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
|
‘মানুষ মানুষের জন্য’ এই গানকে সামনে রেখে বন্যার্তদের সাহায্যার্থে অভয়নগরের সিদ্ধিপাশা পি.বি মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন স্টুডেন্ট ফোরাম ত্রাণ সামগ্রী প্রদান করছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে অভয়নগর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রাক্তন ছাত্র ফোরামের শিক্ষার্থী শেখ হানিফুর রহমান (শিক্ষক), মাহফুজুর রহমান, এস এম সাহাবী আহম্মেদ, সাকিব সরদার, মনির হাসান জয় এবং অভিজিৎ দত্ত। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৪০০ কেজি চাউল, ১০০ কেজি ডাউল এবং ৪৮ লিটার সয়াবিন তেল। অভয়নগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত টিম অভয়নগরে’র সহায়তা সংগ্রহ কেন্দ্রে ত্রাণ সামগ্রী গ্রহণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিমশনার(ভূমি) মো. শামীম হোসাইন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সেলিম হোসেন, ফুলকুঁড়ি আসর নওয়াপাড়ার পরিচালক মুহিব্বুল্লাহিল মাহিদ, রোভার স্কাউট সদস্য রোভার রাকিব হাসান সৌরভ, নাহিক মৃধা, রোভার হৃদয়, হোসনেআরা আক্তার প্রমূখ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |