হেডের আরেকটি বিধ্বংসী ইনিংস, ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
ডেল্টা টাইমস ডেস্ক:
|
অধিনায়ক জস বাটলার নেই। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক ফিল সল্ট। কিন্তু নতুন অধিনায়কের সূচনাটা ভালো হলো না। ট্রাভিস হেড ঝড়ের সামনে হেরে গেলো তারা। সাউদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে গেছে স্বাগতিক ইংল্যান্ড। ২৩ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হলেন ট্র্যাভিস হেড। রোজ বোলে টস জিতেছিলো ইংল্যান্ড। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই অসি ওপেনার ম্যাথিউ শর্ট এবং ট্রাভিস হেড। ৬ ওভারে দু’জন মিলে ৮৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। এ সময় ট্রাভিস হেড আউট হন ২৩ বলে ৫৯ রান করে। ৮টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি। অধিনায়ক মিচেল মার্শ মাঠে নেমে মাত্র ২ রান করে আউট হয়ে যান। জস ইংলিশকে নিয়ে এরপর আরেকটি জুটি গড়েন ম্যাথিউ শর্ট। ১১৮ রান পর্যন্ত নিয়ে যান দলকে। এ সময় ২৬ বলে ৪১ রান তুলে আউট হয়ে শট। তার ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার। ২৭ বলে ৩৭ রান করে আউট হন জস ইংলিশ। বাকি ব্যাটাররা খুব বড় কোনো ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। লিয়াম লিভিংস্টোন নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে ১৯.২ ওভারে অলআউট হয় ১৫১ রানে। সর্বোচ্চ ৩৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। ২০ রান করেন ফিল সল্ট। ১৮ রান করেন স্যাম কারান। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সিন অ্যাবট ৩ উইকেট নেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |