ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার ছক, তিন মার্কিন নাগরিকসহ গ্রেপ্তার ৬
ডেল্টা টাইমস ডেস্ক:
|
ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে তারা তিনজন মার্কিন, দুইজন স্পেন এবং একজন চেক প্রজাতন্ত্রের নাগরিককে গ্রেপ্তার করেছে। ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসদাডো ক্যাবেলো বলেছেন, শত শত অস্ত্রও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক করেছিল। ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনের পর প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে ঘনিষ্ট ১৬ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এর দুইদিন পরেই ছয়জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করলো ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আটক স্পেনের নাগরিকরা মাদ্রিদের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের (সিএনআই) সঙ্গে সম্পৃক্ত। তবে স্প্যানিশ সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে। এক সংবাদ সম্মেলনে ক্যাবেলো বলেন, সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছে এবং এটিতে আমরা বিস্মিত নই। তবে স্পেনের সিএনআই সর্বদাই এখানে 'নিম্ন পোফাইল' বজায় রাখে কারণ তারা জানে এখানে সিআইএ কাজ করে। এদিকে যুক্তরাষ্ট্রও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে মার্কিন জড়িত থাকার যেকোনো দাবি স্পষ্টতই মিথ্যা। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |