উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
|
বিয়ের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে গত তিন যাবত অনশন করছেন এক তরুণী (২২)। তরুণীর দাবি, বিয়ের আশ্বাসে প্রেমিক শাহিন (২৬) একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এখন বিয়ে করতে অস্বীকার করছেন। অনশনের খবর শুনে প্রেমিক শাহিন ঘটনার পর থেকে পালতক রয়েছে। জানা যায়,গত রবি,সোম ও মঙ্গলবার উপজেলার বড়হর ইউনিয়নের পূবদেলুয়া পশ্চিমপাড়া গ্রামের শাহিনের বাড়িতে অনশন করছেন ভুক্তভোগী তরুণী। শাহিন হোসেন ওই গ্রামের সাখাওয়াত প্রামানিকের ছেলে। তরুণী উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা । ভুক্তভোগী তরুণী জানান, প্রায় দুই বছর আগে শাহিনের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিভিন্ন সময় তারা নানা স্থানে ঘুরেছেন। এ সময় তাদের মধ্যে একাধিকবার বিভিন্ন স্থানে শারীরিক সম্পর্ক হয়। তরুণী দাবি করেন, দীর্ঘদিন ধরে শাহিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের জন্য চাপ দিলে শাহিন নানা তালবাহানা শুরু করে। কিন্তু বর্তমানে সে বিয়ে করতে অস্বীকার করছেন। তাই কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছি। এখন সে আমাকে বিয়ে না করে বাড়ী থেকে পালিয়েছে ও আমার সাথে প্রতারণা করেছে। আমার সর্বনাশ করে যদি বিয়ে না করে তাহলে আমার জন্য মৃত্যু ছাড়া আর অন্য কোন পথ থাকবে না। এখানে আমাকে শাহিনের ভাইসহ তার ভাবীরা আমাকে মারধর করছে। শাহিন আমাকে বিয়ে না করলে এ মুখ আর কাউকে দেখাব না। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি। এ বিষয়ে প্রেমিক শাহিনের বাবা সাখাওয়াত প্রামাণিক বলেন,ওই মেয়েটা খুব খারাপ চরিত্রের। সে আমার ছেলে শাহিনকে ফাঁসিয়েছে। কোন চরিত্রহীন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে তো আমি দিব না। এতে আমার কোন কিছুর করার নেই। এ বিষয়ে মুঠোফোনে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেল্টা টাইমস/ জাকির হোসাইন/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |