ঘুষ ঠেকাতে লটারিতে পদায়ন বদলি পুলিশে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২:৫৯ পিএম

ঘুষ ঠেকাতে লটারিতে পদায়ন বদলি পুলিশে

ঘুষ ঠেকাতে লটারিতে পদায়ন বদলি পুলিশে

খুলনায় প্রকাশ্যে লটারির মাধ্যমে পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই পর্যন্ত পদগুলো) বদলি ও পদায়ন করা হচ্ছে। পুলিশের খুলনা রেঞ্জের নতুন ডিআইজি রেজাউল হক তার দপ্তরকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে এমন উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, পুলিশ সদস্যদের পদায়ন ও বদলিতে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হতো। এটি দীর্ঘদিন ধরেই চলে আসছিল। এই রেওয়াজের অবসান ঘটাতে উদ্যোগ নেন নতুন ডিআইজি রেজাউল হক। যার অংশ হিসেবে লটারির মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মস্থল নির্ধারণ করা হচ্ছে। 

সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানান, ডিআইজি রেজাউল হকের এমন পদক্ষেপে দীর্ঘদিনের পোস্টিং বাণিজ্যের অবসান ঘটেছে। হয়রানিও বন্ধ হয়েছে। পাশাপাশি বাড়ছে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ আস্থা ও কর্মস্পৃহা। উৎকোচ ছাড়াই পদায়ন হওয়া এক পুলিশ কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘লটারির মাধ্যমে বদলি ও পদায়নের পদক্ষেপ একটি অনন্য দৃষ্টান্ত। পুলিশের পোস্টিং লটারিতে এমনটি চিন্তাই করা যায় না। দৈবচয়নের মাধ্যমে অসুস্থ বাবা-মা বা স্ত্রী থেকে দূরে পোস্টিং হলে তিন মাস বাধ্যতামূলকভাবে নির্ধারিত কর্মস্থলে চাকরির পর সুযোগ-সুবিধামতো পছন্দের স্থলে বিনা পয়সায় ফিরে আসাও সম্ভব হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ডিআইজি রেজাউল হক বলেন, ‘অর্থের বিনিময়ে পদায়নপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা নিজ কর্মস্থলে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন না। সে কারণেই আমি কর্মস্থল নির্ধারণে একটি পয়সাও খরচ হতে দিতে চাই না। সবাই নিজের হাতে লটারি টেনে নিজেদের ভাগ্য নির্ধারণ করছেন।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের ভালো করে কাজ করতে হবে। নিজেদের কাজকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। যারা ভালো কাজ করবেন তারা আরও ভালো জায়গায় পদায়ন নিতে পারবেন। প্রতিবছর ভালো ও দক্ষ অফিসারকে কাজের জন্য মূল্যায়ন করা হবে।’ সূত্র: দেশ রূপান্তর



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com