জেলহত্যা দিবস পালনে নেতাকর্মীদের অনুরোধ আ. লীগের
ডেল্টা টাইমস ডেস্ক:
|
আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা হলেন—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মুনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান। তারা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা। প্রতি বারের মতো এবারও যথাযথ মর্যাদায় শোকাবহ এই দিবসটি স্মরণ করবে আওয়ামী লীগ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পাশাপাশি রাজশাহীতে এ এইচ এম কামরুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। জাতীয় ৪ নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ ও দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |