অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে: এ জেড এম জাহিদ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৪:২৩ পিএম

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে: এ জেড এম জাহিদ

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে: এ জেড এম জাহিদ

অন্তর্বর্তী সরকার যাতে ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারে সে জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। 


সোমবার (০৪ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার যাতে ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারে, তারা যেন ব্যর্থ হয় সেজন্য ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা লুণ্ঠিত ও বিভিন্ন ধরনের অস্ত্রের লাইসেন্স নিয়ে আজকে নামে-বেনামে বিভিন্ন সংগঠনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের একটাই উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপির গঠনতন্ত্রেও লেখা আছে জাতীয় গণ ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষাকবচ। সেই লক্ষ্যে ৭ নভেম্বর উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।


এ জেড এম জাহিদ হোসেন জানান, আগামী ৬ নভেম্বর (বুধবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। পরদিন ৭ নভেম্বর (বৃহস্পতিবার) জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে সর্বস্তরের নেতাকর্মী তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া ৮ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় র‌্যালি অনুষ্ঠিত হবে।


বিএনপির এই নেতা বলেন, ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য কতটা ব্যাপক হতে পারে তা ৮ নভেম্বর প্রমাণ করবে ঢাকার মানুষ। বিএনপির ঢাকার সর্বস্তরের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেবেন। আমরা এটিকে এমন একটি র‌্যালিতে পরিণত করতে চাই, যেটি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের কথা মনে করিয়ে দেবে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com