তরুণদের ধৈর্য ধরার আহ্বান ফখরুলের
নিজস্ব প্রতিবেদক:
|
তরুণদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিন মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছেন। কিন্তু মিডিয়ার মধ্যে অনেকেই কোনো সাফল্য দেখতে পান না। শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকারকে সময় দিতে হবে। তাদের আমরা দায়িত্ব দিয়েছি। মিডিয়ার মধ্যে অনেকেই কোনো সাফল্য দেখতে পান না। তারা এই তিন মাসে অনেক কাজ করেছেন। সংস্কারে অনেকগুলো কমিশন গঠন করেছেন, ফ্যাসিবাদের বেশ কিছু দোসরকে আটক করেছেন, সব কিছু এক সঙ্গে সম্ভব নয়। তরুণদের অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |