আ.লীগ লুন্ঠনকারীদল, জনগনের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে : ডা. জাহিদ
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
|
বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামীলীগ
লুন্ঠনকারী দল। তারা দেশের জনগণকে ভয় পায়। তাই ৫ আগষ্ট জনগণের ভয়ে দেশ ছেড়ে
পালিয়েছে। পক্ষান্তরে বিএনপি জনগণের দল। শহীদ জিয়াউর রহমানের ইতিহাস বীরের
ইতিহাস, মুক্তিযোদ্ধের ইতিহাস। আপনাদের গর্ব করার আছে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১২ টায় দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে উপজেলা বিএনপির কর্মী সন্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ বলেন, ‘আমরা সবসময় অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে সমর্থন করি ও সহযোগীতা করব। তবে তাদের দ্রততার সঙ্গে সংস্কার করে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। যার মধ্যে সকল দল অংশ নেবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে জনগণ ভোট দিতে যাবে। জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।’
প্রশাসনের উদ্দেশ্যে ডা. জাহিদ বলেন, ‘মনে রাখবেন, আমরা সবাই জনগণের খাদেম, কোন অবস্থাতেই প্রশাসক না। আগে যা করেছেন তা করেছেন, কিন্তু এখন মানুষকে হয়রানি করার কোনো চেষ্টা করবেন না। আর যদি করেন, তাহলে বিএনপির নেতা-কর্মীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’ নেতা-কর্মীদের উদ্দেশ্য করে ডা. জাহিদ বলেন, ‘বিএনপির কোনো নেতা-কর্মী বিশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। কোনো জবরদখল, কোনো সংখ্যালঘুর বাড়ি ঘর দখল, কোনো জায়গা দখল করতে দেওয়া হবে না।’ বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যায় না বললেও তিনি কিন্তু ঠিকই ৫ আগস্ট পালিয়ে গেছেন। আওয়ামী লীগ অন্যায়কারী, লুণ্ঠনকারী, দেশের মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, পাখির মত মানুষকে গুলি করে মেরেছে।’ এর আগে ডা. জাহিদ মহিলা কলেজে আসলে তাঁকে স্থানীয় নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন। পরে কর্মী সম্মেলন শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সূর্য ও নাঈমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অনেকেই। ডেল্টা টাইমস্/ তাছির উদ্দিন বাপ্পি/ এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |