আমীর খসরু
ট্রাম্পকে সামনে রেখে আ.লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ এএম আপডেট: ১০.১১.২০২৪ ১১:৪৮ এএম

ট্রাম্পকে সামনে রেখে আ.লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে

ট্রাম্পকে সামনে রেখে আ.লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে

ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১০ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ এখন ভিন্নভাবে রাজনীতিতে ফিরী আসার চেষ্টা করছে। এর জন্য তারা ট্রাম্পকে ব্যবহার করছে। কিন্তু তাদের এমন কাজ রাজনৈতিক দেউলিয়াত্বের সমান।

সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বৈঠকে দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্য প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয়। শ্রমশক্তি নিয়ে আলোচনায় সিঙ্গাপুর মনে করে দক্ষ শ্রমশক্তি পাঠানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচিত সরকার নিয়ে আমীর খসরু বলেন, সিঙ্গাপুর মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। এটা শুধু সিঙ্গাপুর বলে নাই সব কূটনৈতিকরা মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না।

নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের জমায়েতকে কিভাবে দেখেন এমন প্রশ্নে তিনি বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি একেক সময়ে একেক কাভারে আসতে চান। কোন কোন সময় হিন্দু মুসলিম হয়ে আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা অন্য বেশে আসতে চাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়েছে এটাই তার প্রমাণ।

কূটনীতিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চেয়ারপার্সন উপদেষ্টা সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী এবং শামা ওবায়েদ চেয়ারপার্সন উপদেষ্টা সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে সকালের দিকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার সারাহ ডেরেক লো'র সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com