আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
নিজস্ব প্রতিবেদক:
|
আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। এ নিয়ে মোট ১৬৭ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল সরকারের তথ্য অধিদপ্তর (পিআইডি)। গত ৭ নভেম্বর অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবীরের স্বাক্ষর করা এক আদেশে ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এদের মধ্যে সম্পাদক, উপসম্পাদক, টেলিভিশনের বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে কর্মরত সাংবাদিকেরা রয়েছেন। এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর বাতিল করা হয় আরও ২৯ সাংবাদিকের কার্ড। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়া ১১৮ সাংবাদিকের তালিকা ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |