বগুড়ার শেরপুরে সন্ত্রাসীবাহিনী কর্তৃক বাড়ি ঘর ভাংচুর, থানায় অভিযোগ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
|
বগুড়ার শেরপুরে জোরপূর্বক জমি দখল ও বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার দড়িহাসড়া মৌজার ২৭নং খতিয়ান ও ১৯৬ নং ডিপি খতিয়ানের ৩০৮/১ সাবেক ৯৭ হাল ৯২ এর ১৩ শতাংশের কাতে ০৪ শতক জমি বাদীর ছেলে সাইফুল ইসলামের নামে ক্রয় করে ভোগ করে আসছিলেন। অভিযুক্তরা জমিটি জোড়পূর্বক জবর দখল করার পায়তারা করছিল। এ ঘটনায় উপজেলার সুঘাট ইউনিয়নের দড়িহাসড়া গ্রামের ভুক্তভোগী মোঃ আফ ছার আলী (৬৭) বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- বিরইল এলাকার মোঃ আলতাব আলী শেখের ছেলে মোঃ সুলতান আলী (৩৫), মোঃ সুলতান আলীর ছেলে মোঃ কাফি (১৯) দড়িহাসরা এলাকার মৃত দেলোয়ার সরকারের ছেলে মোঃ ওসমান আলী (৩৫), মৃত খানু শেখের ছেলে মোঃ আলী (৫৫), মৃত আব্দুল সরকারের ছেলে মোঃ শাহজামাল (৪২)। গত শনিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় অভিযুক্তরাসহ প্রায় ৩০/৩৫ জনের ভাড়াটে সন্ত্রাসী দলবলসহ লাঠি- সোটা, কাঠের বাটাম, হাসুয়া, লোহার রড দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। বাড়ির লোকজন সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে প্রাণ ভয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়। তারা বাড়ির টিনের বেড়া ও চালা খুলে নিয়ে যায়। অভিযুক্তরা যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |