রোনালদোর জোড়া গোল, আল হিলালকে টপকে গেল আল নাসর
ডেল্টা টাইমস ডেস্ক:
|
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল গারাফাকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুর্দান্ত জয়ে এশিয়া মহাদেশের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার বি-গ্রুপে দ্বিতীয় উঠে গেছে আল নাসর। পেছনে ফেলেছে সৌদি প্রো লিগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল। সোমবার রাতে কাতারের আল বায়াত স্টেডিয়ামে কিছুতেই কিছু হচ্ছিলো না। প্রথমার্ধে হতাশ হতে হয়েছে রোনালদোকে। বিরতিতে যেতে গোলশূন্য থেকেই। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আল নাসর। খেলায় বৈচিত্র্য এনে ধার বাড়াতে থাকে। যে কারণে গোল পেতেও বেশি দেরি করতে হয়নি আল নাসরকে। এক মিনিট পরই দুর্দান্ত গোল করেন রোনালদো। সুলতান আল ঘানামের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোলটি করেন রোনালদো। এতে আল নাসর এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ৫৮ মিনিটে অ্যাঞ্জেলো গাব্রিয়েলের গোলে ব্যবধান দ্বিগুণ করে সৌদি প্রো লিগের ক্লাবটি। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। পর্তুগিজ তারকার গোলে ব্যবধান ৩-০ করে আল নাসর। সিআরসেভেনকে অ্যাসিস্ট করেন অ্যাঞ্জেলো। ৭৫ মিনিটে গারাফার হয়ে সান্ত্বনার গোল করেন হোসেলু। এতে কাতারের ক্লাবটি ব্যবধান কমিয়ে ৩-১ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় নিয়েই দেশে ফেরত আসে আল নাসর। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |