সমাজসেবা অধিদপ্তরের আইএসপি এমআইএস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৮:৩৪ পিএম

সমাজসেবা অধিদপ্তরের আইএসপি এমআইএস উদ্বোধন

সমাজসেবা অধিদপ্তরের আইএসপি এমআইএস উদ্বোধন

সমাজসেবা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সোশ্যাল প্রটেকশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইএসপি এমআইএস) উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ  ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্প, সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এমআইএস এর “Go-Live” বিষয়ক কর্মশালায় আইএসপি এমআইএস’র শুভ উদ্বোধন করেন।


উপদেষ্টা শারমীন এস মুরশিদ একাত্মতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে ভাতা কার্যক্রম কার্যকরীভাবে সুফল পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নতুন এমআইএস সিস্টেম। প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট সকলকে সততার সাথে দেশ সেবায় ভূমিকা রাখতে উৎসাহ প্রদান করেন তিনি।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ড. মোঃ মহিউদ্দিন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নার্গিস খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটিএম প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল আহসান সহ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সোপানের কর্মকর্তাবৃন্দ।


উল্লেখ্য, সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি; হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি; বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি; অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি; চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদানসহ সকল ভাতা এমআইএস-এর মাধ্যমে ডিজিটাল (G2P) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। যার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ভাতাভোগীরাও এখন বিনা বিড়ম্বনায় ঘরে বসে মোবাইল/এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে প্রতি মাসে ভাতা পাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীর ভাতার অর্থ ডিজিটাল (G2P) পদ্ধতিতে পৌছে দেয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই সিটিএম প্রকল্প হতে আর্থিক সহায়তা ও কারিগরি সহযোগিতা দেয়া হচ্ছে।

আজ থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কার্যক্রমকে (G2P) আরও অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ভাতাভোগীর তথ্য ও ভাতা সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সিটিএম প্রকল্প হতে প্রস্তুতকৃত অত্যাধুনিক নতুন এমআইএস-এর মাধ্যমে ডিজিটাল (G2P) পদ্ধতির কার্যক্রমকে আরোও শক্তিশালীকরণ ও সুরক্ষিত করা হলো।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com