শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

স্কোয়াশ চাষে লাভবান পাঁচবিবি ৩ কৃষক
ডেল্টা টাইমস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৪ পিএম | অনলাইন সংস্করণ

স্কোয়াশ চাষে লাভবান পাঁচবিবি ৩ কৃষক

স্কোয়াশ চাষে লাভবান পাঁচবিবি ৩ কৃষক

প্রদীপ অধিকারী (পাঁচবিবি) জয়পুরহাট

নরসিংদী থেকে বিদেশি সবজি স্কোয়াশের বীজ সংগ্রহ করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তিন কৃষক। বিষমুক্ত হাইব্রিড জাতের স্কোয়াশ চাষে পেয়েছেন দারুণ সফলতা। গল্পটি উপজেলার ডুগুরপাড়া গ্রামের মতিয়ার, আঃ হাই ও নুরনবী নামের তিন কৃষকের। খেতে সুস্বাদ পুষ্টিগুনে ভরা এ স্কোয়াশ চাষে ফলন ও দাম দুটিই ভাল পাওয়ায় এখন লাভের মুখ দেখছেন তারা। মূলত ইউটিউবে ভিডিও দেখে বিদেশি সবজি স্কোয়াশ চাষে আগ্রহী হন তারা।

কৃষি অফিস বলছে, বীজ বপনের ৮০ থেকে ৮৫দিনেই বাজারজাত করা যায় স্কোয়াশ সবজি। দেখতে অনেকটা বাঙ্গি ও উপরের রং দেখতে কুমড়ার মত হলেও ভিতরে সাদা। এক থেকে দেড় ফুট লম্বা একেকটি স্কোয়াশ ৩ থেকে ৪ কেজি ওজনের। প্রতি বিঘায় ফলন হয় একশ মণেরও উপরে।

ডুগুরপাড়া গ্রামের ওই তিন কৃষক জানান, ,এবারই প্রথম স্কোয়াশ সবজি চাষ করেছেন। ফুল ও ফলে ভরে গেছে স্কোয়াশ ক্ষেত। প্রথমে এলাকার মানুষ তুচ্ছ ত্যাচ্ছিল্য করলেও এখন প্রতিদিন তাদের স্কোয়াশ ক্ষেত দেখতে আসছে। অনেকেই কিনেও নিচ্ছে।   স্কোয়াশ চাষে আগ্রহ প্রকাশ করছেন অনেকে।

ডুগুরপাড়া গ্রামের কৃষক মতিয়ার রহমান বলেন, তিনি এবার ৫৫ শতক জমিতে স্কোয়াশ চাষ করেছেন। তার সর্বমোট ৩৮হাজার টাকা খরচ হলেও এ যাবৎ বিক্রি করেছেন প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। তবে এই ক্ষেত থেকে আরো দেড় থেকে ২ লাখ টাকার স্কোয়াশ সবজি বিক্রির আশা করছেন।

সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলমগীর হোসেন বলেন, স্কোয়াশ ক্ষেতে তেমন পোকামাকড়ের আক্রমন নেই বললেই চলে। ক্ষেতে বিশেষ ফাঁদ ব্যবহার করা আছে, ফলে পোকামাকড়ের কোন বিষ প্রয়োগ করতে হয়না। এটি মিষ্টি কুমড়ার চেয়ে পুষ্টিগুনে ভাল।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, উপজেলায় বানিজ্যিকভাবে শুরু হয়েছে স্কোয়াশ চাষ। চাষীদের প্রশিক্ষন পরামর্শ ও সহযোগিতা দেওয়ায় স্কোয়াশ চাষে আগ্রহ বাড়ছে। আগামীতে উন্নত জাতের এ স্কোয়াশ চাষ বাড়ার আশা করেন তারা। একাধিক গুনাগুন ও চাহিদা সম্পন্ন হওয়ায় জনপ্রিয়তা বাড়ছে স্কোয়াশের।

ডেল্টা টাইমস/ ওমর ফারুক/ এস জে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com