শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে দেড় শতাধিক কৃষককে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদান
সুনামগঞ্জে জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৪:১১ পিএম আপডেট: ২৮.০২.২০২০ ৪:৫১ পিএম | অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে দেড় শতাধিক কৃষককে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদান ও সুনামগঞ্জ জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার দুপুরে জেলা কৃষকলীগের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষকলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। 

সভায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন,কৃষকলীগের সিলেট বিভাগের সমন্বয় কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, মন্ত্রীর পি এস মোঃ হাসনাত হোসেন ,তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ মোস্তফা, জেলা সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রোকন উদ্দিন প্রমুখ। 
সুনামগঞ্জে জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নেতৃবৃন্দরা বলেন,শেখ হাসিনার সরকার যে মহা পরিকল্পনা নিয়ে দেশের কৃষক সমাজ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি জামায়াত জোটের যেকোন ধরনের অপতৎপরতা প্রতিহত করার ঘোষনা দেন। তারা আরো বলেন ১০৯৫ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সারের দাবীতে কৃষকদের আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে ১৮ জন কৃষককে হত্যা করেছিল। আজ কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১২ শত কোটি টাকা ভূর্তুকি দিয়েছে। কাজেই শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার হিসেবে কৃষক শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 


ডেল্টা টাইমস্/মোঃ আব্দুস সালাম/এম আর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com