শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

রায়পুরে ইউএনও'র ত্রাণ বিতরণ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১:১১ পিএম | অনলাইন সংস্করণ

মরনব্যাধী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরণের প্রদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় জনসাধারণকে ঘরে থাকার নির্দেশনা দিয়ে যাচ্ছে প্রশাসন। লোকজনের ঘরে থাকা নিশ্চিত করতে এবং জনগণকে সচেতন করতে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা চষে বেড়াচ্ছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী। কিন্তু খেটে খাওয়া কিছু মানুষ সরকারের নির্দেশনা ভেদ করে রাস্তায় নেমে পড়েন। 

ওই সব মানুষের রাস্তায় নামার কারণ খুঁজে বের করে তাদের পাশে দাঁড়িয়েছেন এ নারী ইউএনও। তাই আইন প্রয়োগে কঠোর অবস্থানে যাওয়ার আগে রাস্তায় নামা নিন্ম আয়ের মানুষের হাতে তুলে দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এরা যেন পেট চালানোর দোহাই দিয়ে রাস্তায় বের হয়ে সরকারের আইন ভঙ্গ না করে।

রায়পুরে ইউএনও'র ত্রাণ বিতরণ

রায়পুরে ইউএনও'র ত্রাণ বিতরণ

রোববার ও সোমবার উপজেলার বামনী ও কেরোয়া ইউনিয়নের ১১৫টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন তিনি। গ্রামীন জনপদের এসব হতদরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে ঘোষণা দেন। এর আগেও উপজেলার বিভিন্নস্থানে এসব খেটে খাওয়া মানুষের হাতে খাদ্য তুলে দিয়েছেন তিনি।

প্রতিদিনের ন্যায় খেটে খাওয়া মানুষগুলোকে শুধু আইনের শাসন না দেখিয়ে আজ হাতে তুলে দেই চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু দ্রব্য যেন আগামী কয়েকটা দিন তার পেটের দায়ে রাস্তায় না বের হতে হয়। পাশাপাশি তার নাম-ঠিকানা ও ছবি তুলে রাখা হয় যেন আগামীকাল আবার শুনতে না হয়, “আমি পেটের দায়ে আজকে প্রথম বের হয়েছি”।

‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে অনেক সময় কঠোর হতে হয়, আর এই কঠোরতায় যদি একটি পরিবার, সমাজ, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ সর্বোপরি একটি দেশের, একটি জাতির জন্য মঙ্গলদায়ক হয়, তবে সেই কঠোরতাই শ্রেয়। রায়পুরকে করোনামুক্ত করতে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে যাচ্ছি শুধু একটিমাত্র বিশ্বাস নিয়ে যে, আমাদের এই কঠোরতায় জনগণ একটু সচেতন হবে। আর তাই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ/নিয়ন্ত্রণে, জনসমাগম এড়াতে, চায়ের দোকানের আড্ডা বন্ধ করতে, খাবারের হোটেলগুলো মনিটরিংসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সোমবার সকাল থেকে পুনরায় রায়পুর পৌর শহর এবং সোনাপুরসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ১১৫ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অসহায়, ছিন্নমূল ও ভাসমান হতদরিদ্রদের দ্বারে দ্বারে ত্রাণ বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে।



ডেল্টা টাইমস্/মোঃ শিমুল হোসেন/সিআর/জেড এইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com