শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ কর্মী টিপু গ্রুপের হাতে নিহত ১
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৮:৪৫ পিএম | অনলাইন সংস্করণ

শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ কর্মী টিপু গ্রুপের হাতে নিহত ১

শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ কর্মী টিপু গ্রুপের হাতে নিহত ১

বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকলীগ কর্মী টিপু গ্রুপের হাতে আবু বক্কর সিদ্দিক(২৭) নামের এক বিদেশ ফেরত যুবক নিহত হয়েছে।  শনিবার দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে এ ঘটনা ঘটে । হামলায় আরো ২ জন আহত হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের আবু ইউসুফ আলীর পুত্র। আহতরা হলেন, একই গ্রামের রুহুল আমিনের পুত্র মনিরুজ্জামান মনির(৩০) ও আবু তালেবের পুত্র বাদল(২৮)। 

গ্রামবাসী সুত্রে জানা গেছে, প্রায় দু’বছর পূর্বে মাথাইলচাপড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত আনছার আলী টুকুর পুত্র টিপু সুলতান  ২০/২৫ জন যুবক নিয়ে একটি গ্রুপ গঠন করে। এ গ্রুপ প্রধান টিপু সুলতান ও সেকেন্ড ইন-কমান্ড তার শ্যালক সজীব। অপরদিকে সাবরুল বন্দর শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক একই গ্রামের পূর্বপাড়ার সাগরের নেতৃত্বেও একটি গ্রুপ রয়েছে। এ গ্রুপের ১২/১৫ জন সদস্য রয়েছে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। টিপু সুলতান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রভাবশালী এক নেতার সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া তিনি শাজাহানপুর উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার(ইমপ্যান্ট প্রকল্প) হিসেবে ডেপুটেশনে কর্মরত আছেন। অপরদিকে শ্রমিকলীগ নেতা সাগর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক মন্ডলীর এক সদস্যের সক্রিয় কর্মী। উভয়ে উভয় নেতার সহযোগিতা নিয়ে এলাকায় দাপট দেখাতেন ও বিভিন্ন সময়ে ঠুনকো কারণে এলাকার মানুষদের সাথে অসদাচরণ করতেন। 

নিহতের স্বজনেরা জানায়,  বেলা ১১ টার দিকে টিপু সুলতানের বাড়ির নিকট সাগর গ্রুপের সদস্য বাদলকে একা পেয়ে টিপুর নেতৃত্বে ২০/২৫ যুবক মারপিট করে আটকে রাখে। এ সময় টিপু বাদলকে দিয়ে সাগর গ্রুপের সদস্য সাবরুল বন্দর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির কে ফোন করে আপোষ-মিমাংসার কথা বলে ডাকায় এবং তাকে উদ্ধার করে নিয়ে যেতে বলে। সে প্রস্তাবে মনির তাৎক্ষনিক তার সঙ্গে থাকা বাদল ও আবু বক্কর সিদ্দিককে নিয়ে সেখানে যায় । 

টিপুর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় । রামদা’র দিয়ে তিন জনকে কুপিয়ে তারা গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে আহতদের স্বজনেরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিক মারা যায়। অপর আহত দু’জনের মধ্যে মনিরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহত ছিদ্দিক গত দু’মাস পূর্বে মালয়েশিয়া থেকে দেশে ফিরে। দুপুর ৩ টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সনাতন চক্রবর্তী, শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়া ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুত্তি চলছে। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজিম উদ্দিন জানান, হত্যার ক্লু উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে ।   

  
ডেল্টা টাইমস্/সজিবুল আলম সজিব/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com