শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১

নেশার টাকা না পেয়ে নিজের ভাইকে গুলি করে হত্যা
বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ১২:৪৩ পিএম | অনলাইন সংস্করণ

যশোরের বেনাপোলে নেশার টাকা না পেয়ে নিজের ভাইকে গুলি করে হত্যা করেছে মাদকাসক্ত ভাই।  নিহত রাছেল হোসেন (৩৭) ও হত্যাকারী আমজাদ (৩২) হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকর গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে।  গুলি করে ভারতে  পালিয়ে যাওয়ার সময় আমজাদ হোসেন আটক হয়েছে পুলিশের কাছে।  বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নেশার টাকা না পেয়ে নিজের ভাইকে গুলি করে হত্যা

নেশার টাকা না পেয়ে নিজের ভাইকে গুলি করে হত্যা

নিহত চাচা আব্দুল কারিম বলেন মঙ্গলবার রাতে আমজাদ নেশার জন্য তার ভাই রাছেলের কাছে ২০ হাজার টাকা দাবি করে।  এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।  বুধবার সকাল ১০ টার সময় আবার সে রাছেলের কাছে টাকা দাবি করে।  রাছেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।  পরে রাছেলকে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন।

নিহত রাছেল হোসেন বেনাপোল বাজারে ডাবলু মার্কেটে একজন কসমেটিক্স ব্যবসায়ি।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন স্থানীয় লোক মারফত ওই যুবককে আমরা আটক করি।  স্থানীয় লোক বলে সে হত্যা করে পালিয়ে যাচ্ছে।  পরে তাকে আটক করে নাম জানতে চাইলে সে তার নাম আলী হোসেন বলে জানায়।  এসময় তার নিকট একটি ছোট চাকু পাওয়া যায়।  আমরা নিশ্চিত হতে না পেরে ওই যুবককে ছেড়ে দেওয়ার পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এ এস আই রোকনুজ্জামান বলেন, আমজাদ ভারতে পালিয়ে যাওয়ার সময় ওসি মামুম খানের নেতৃত্বে তাকে সীমান্তের সাদিপুর ইছামতি নদী থেকে আটক করা হয়।



ডেল্টা টাইমস্/আনিছুর রহমান/আর এ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com