শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব আয়োজনে জাবির ‘রিদম’
জাবি প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২০, ৫:০৬ পিএম | অনলাইন সংস্করণ

মহামারী করোনাভাইরাসের কবলে সারা বিশ্ব বিপর্যস্ত এবং অচল হয়ে পড়েছে পুরো পৃথিবী। এ অচলাবস্থায় মানসিক প্রশান্তির উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব আয়োজনে জাবির ‘রিদম’

উৎসবের নামকরণ করা হয়েছে ‘সৃজন ছন্দে আনন্দে’ এবং প্রতিপাদ্য ‘সৌহার্দ্যে সম্প্রীতিতে সংস্কৃতি’।  পরিবেশনা জমা দেওয়া যাবে আগামী ১৮ আগস্ট রাত ১২টা পর্যন্ত। এতে চারটি ক্যাটাগরিতে পছন্দমতো কম্বিনেশন তৈরি করতে পারবেন অংশগ্রহণকারীরা। ক্যাটাগরিগুলো হলো: সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং অভিনয়। একটি সংগঠন থেকে সর্বনিম্ন ২টি এবং সর্বোচ্চ ৪টি পরিবেশনা জমা দিতে পারবে। এছাড়া সম্পূর্ণ পরিবেশনা ৩০ মিনিট অতিক্রম করতে পারবে না।

সাংস্কৃতি এ উৎসবে থাকছে আয়োজক সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ তার সদস্যদের বিভিন্ন পরিবেশনা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর সদস্যবৃন্দের পরিবেশনা। এছাড়া অতিথি শিল্পী হিসেবে থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ যারা অনেকেই স্ব-স্ব ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছেন।

আয়োজকরা জানান, এটি কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি সহযোগিতামূলক উৎসব। সংস্কৃতিকর্মীরা এখানে বিভিন্ন সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন।  প্রত্যেক অংশগ্রহণকারী একটি করে অনলাইন ‘সার্টিফিকেট অব পার্টিসিপেশন’ অর্জন করবেন। উৎসবের উদ্দেশ্য হলো সবার মাঝে ভালোবাসা, সম্প্রীতি, সহানুভূতি ও শান্তি ছড়িয়ে দেয়া। উৎসবের প্রতিটি পরিবেশনা ‘রিদম’র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।



ডেল্টা টাইমস্ / আরিফুল ইসলাম শাকিল/ সিআর/ এস এ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com