মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১

রাবি উপাচার্যের বিরুদ্ধে সাবেক উপাচার্যের স্ত্রীর মামলা!
রাবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩২ পিএম | অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানসহ প্রশাসনের শীর্ষ ৫ কর্মকর্তাকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত।  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। 

মোমেনা জীনাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শেখ রাসেল মডেল স্কুলের প্রাক্তন অধ্যক্ষ। মামলায় তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মবর্হিভূতভাবে বেতন, ভাতা ও পেনশন আটকে রাখার অভিযোগ করেছেন।
রাবি উপাচার্যের বিরুদ্ধে সাবেক উপাচার্যের স্ত্রীর মামলা!

রাবি উপাচার্যের বিরুদ্ধে সাবেক উপাচার্যের স্ত্রীর মামলা!

রাবি উপাচার্য ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম.এ বারী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ, শেখ রাসেল মডেল স্কুলের সভাপতি  অধ্যাপক গোলাম কবীর এবং স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিসাইয়া মেহজাবীন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রারকে আসামি করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী নুর-এ কামরুজ্জামান ইরান জানান, আজ দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।  আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

তিনি জানান, মামলার বাদী মোমেনা জীনাত শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন।  অবসর গ্রহনের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে। আইনি নোটিশ দিয়েও কর্তৃপক্ষের সাড়া না পেয়ে প্রতিকার পেতে আদালতে মামলা করেছেন।

এদিকে, মামলার বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমানের মাধ্যমে বক্তব্য তাঁর তুলে ধরে বলেন, ‘যেহেতু আদালতে মামলা দায়ের করা হয়েছে।  এখন বিষয়টি বিচারাধীন। বিচারাধীন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমে কোন বক্তব্য দেবে না। আদালতে সবিস্তরে তুলে ধরবে।’



ডেল্টা টাইমস্/মো.উমর ফারুক/জেডএইচ/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com