মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১

ছবি পোস্টকারীকে আরও কর্তৃত্ব দিচ্ছে ফেসবুক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৩ পিএম আপডেট: ২৩.০৯.২০২০ ১:১৮ পিএম | অনলাইন সংস্করণ

নির্মাতা প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীর পোস্ট করা ছবির ওপরে কর্তৃত্ব আরও বাড়াতে যাচ্ছে ফেসবুক। তবে এটা কবে নাগাদ আসবে সে সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। সংবাদ মাধ্যম ভার্জ এ রকম খবর প্রকাশ করেছে। 

এ ক্ষেত্রে কারা পার্টনার হবে এই তথ্য ফেসবুক এখনও প্রকাশ করেনি। তবে তাত্ত্বিকভাবে এটা বোঝা যায় যে ধরা যাক, ন্যাশনাল জিওগ্রাফি যদি কোনও ছবি ফেসবুকের রাইটস ম্যানেজারে আপলোড করে, তাহলে তারা সেটা পর্যবেক্ষণ করতে পারবে যে, ছবিটা কোথায় প্রদর্শিত হবে। বিষয়টি ঠিক ইনস্টাগ্রাম পেজের অন্যান্য ব্র্যান্ডের মতো। অর্থাৎ সেই ছবিটি পোস্টকারীর নির্ধারণ করে দেওয়া স্থান ছাড়া অন্য স্থানে প্রদর্শিত হবে না।
ছবি পোস্টকারীকে আরও কর্তৃত্ব দিচ্ছে ফেসবুক

ছবি পোস্টকারীকে আরও কর্তৃত্ব দিচ্ছে ফেসবুক

ছবি পোস্টকারীকে আরও কর্তৃত্ব দিচ্ছে ফেসবুক

ছবি পোস্টকারীকে আরও কর্তৃত্ব দিচ্ছে ফেসবুক

কপিরাইটের মাধ্যমে ছবি আপলোড করার জন্য ব্যবহারকারীকে ফেসবুকের রাইটস ম্যানেজারে এ ছবির সব মেটাডাটা সমৃদ্ধ একটা সিএসভি ফাইল আপলোড করতে হবে। একইসঙ্গে ব্যবহারকারীকে নির্ধারণ করে দিতে হবে এই কপিরাইটটি কোন স্থানে কার্যকর হবে এবং ছবিটি কোন কোন স্থানে প্রদর্শিত হবে। এরপর রাইটস ম্যানেজার সেটা যাচাই বাছাই করে ছবিকে সেভাবে প্রদর্শিত করবে। এর পরে যদি অন্য কোনও ব্যক্তি সেই ছবির মালিকানা দাবি করে সে ক্ষেত্রে ফেসবুক প্রথমে দেখবে কার ছবিটি আগে আপলোড করা। 

সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, ছবি প্রকাশের ক্ষেত্রে ফটোগ্রাফারের অনুমতি লাগবে। তবে অতীতে এক ফটো সাংবাদিক কিছু তারকার বিরুদ্ধে মামলা করেছিলেন, কেননা তারা তার তোলা ছবি অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। মূলত কপিরাইটের বিষয়টি ইনস্টাগ্রাম অনেকটা জটিল করে ফেলেছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।


ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com