শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, আটক ৩
মাগুরা প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৬:১৯ পিএম | অনলাইন সংস্করণ

ছয় মাস আগে মাত্র ৫ শত টাকা  নিয়েছিলো প্রণব প্রামানিক। সে টাকা সুদে আসলে হয়েছে ৫ হাজার টাকা। আর সেই টাকা চাইতে গিযে খুন হয়  ব্যবসায়ী মনিরুর মীর। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রণব ও তার দুই বন্ধু মিলে লোহার রড দিয়ে পিটিয়ে ও ছুরি দিযে গলা কেটে হত্যা করে মরদেহ ধান ক্ষেত   ফেলে রেখে পালিয়ে যায় তারা।পুলিশের কাছে আটকের পর এমন স্বীকারক্তি দিয়েছেন আটক তিন যুবক। 
মাগুরায় পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, আটক ৩

মাগুরায় পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, আটক ৩

বুধবার রাতে শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের পেছনের ধান ক্ষেত থেকে মনিরুল মীর (৪০)নামে ওই ব্যবসায়ীর গলাকাটা মরদেহ  উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত মনিরুল ওই উপজেলার চৌগাছি গ্রামের মৃত ইছাহাক আলী মীরের ছোট ছেলে। আর এ হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার ভোর রাতে বীরেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে প্রণব প্রামাণিক (১৮), হাবিব মীরের ছেলে বাবু মীর (১৫) এবং আইয়ুব হোসেনে মীরের ছেলে রাহুল মীর (১৮) নামে তিন যুবককে আটক করে শ্রীপুর থানা পুলিশ। তাদের সবার বাড়ি শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের ।

নিহত মনিরুলের স্ত্রী পারভীন বেগম জানান, বুধবার দুপুরের পরে মনিরুল বাড়ি থেকে স্থানীয় সাচিলাপুর বাজারে উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে স্থানীয় লোকজন মনিরুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মনিরুলের রক্তাত্ব লাশ উদ্ধার করে। 

শ্রীপুর থানার অফিস ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, নিহত মনিরুল মীর সুদের ব্যবসা করতো। আটককৃত প্রণব ছয় মাস আগে তার কাছ থেকে মাত্র ৫ শত টাকা  নিয়েছিলো। ছয় মাস পরে এসে মনিরুল সুদসহ মোট ৫ হাজার টাকা দাবি করেলে তা নিয়ে নিহত মনিরুলের সাথে প্রণবের ঝামেলা হয়। 

মনিরুল এ নিয়ে প্রণবকে একাধিকবার টাকার জন্য তাগিদ দেয়। এই কারণে প্রণব তার দুই বন্ধুকে সাথে নিয়ে মনিরুলকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ও বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে। আটককৃত তিন জনই হত্যাকান্ডের সাথে তাদের জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, লোহার রোড় ও লাঠি উদ্ধার করা হয়েছে। মরদেহর ময়না তদন্ত শেষ হয়েছে। 






ডেল্টা টাইমস্/কাসেমুর রহমান শ্রাবন/সিআর/জেড এইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com