শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৭:৪২ পিএম | অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবি ২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী চীনাবাদাম এবং খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারী প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাঙ্গণে “উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গলে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

শ্রীমঙ্গলে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুুইটি, ঢাকা বিভাগ ডেইরী এসোসিয়েশন সভাপতি এ কে এম নাজিবুল্লাহ, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শিপন মিয়া।

কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলে ৮৯০ জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার মাধ্যমে বিভিন্ন প্রকার শস্যবীজ ও রাসায়নিক সার প্রদান ও ৪০০০ জন কৃষকের মধ্যে ২কেজি করে হাইব্রিড বোরো বীজ বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে প্রায় ৩০০ শতাধিক কৃষকে এসব উপকরণ দেওয়া হয় এবং চলতি সপ্তাহের মধ্যেই সব উপকরণ বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলাতে যেন এক ইঞ্চি জমি পতিত না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।



ডেল্টা টাইমস্/অর্জুন দাশ/সিআর/জেডএইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com