‘ট্রিপল আর’ সিনেমায় ভয়েস দেবেন আমির ও চিরঞ্জীবী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
এবার বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এসএস রাজামৌলির ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ সিনেমায় যোগ হলেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান ও তেলেগু সিনেমার তারকা অভিনেতা চিরঞ্জীবী। তবে সিনেমায় অভিনয় করবেন না তারা। এতে ভয়েস ওভার দেবেন এই দুই তারকা। ![]() ‘ট্রিপল আর’ সিনেমায় ভয়েস দেবেন আমির ও চিরঞ্জীবী রাজামৌলির সঙ্গে আমিরের সম্পর্ক বেশ ভালো। অন্যদিকে চিরিঞ্জীবীর সঙ্গেও ‘মাগাধীরা’ নির্মাতার বন্ধুত্বের সম্পর্ক। প্রস্তাবটি পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়েছেন তারা। শুধু আমির ও চিরিঞ্জীব নয়, তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষার ভয়েস ওভারের জন্যও তারকা অভিনেতাদেরই বেছে নেওয়ার পরিকল্পনা করেছেন রাজামৌলি। উল্লেখ্য, কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |