কাস্টমসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে অব্যাহতি দেয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
মশিউর রহমান, চট্টগ্রাম অফিস
|
ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (চকাএভ) । সোমবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রাম কাস্টমস্ হাউসের সামনে এই বিক্ষোভে অংশ নেন অ্যাসোসিয়েশনের সদস্যরা । বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাজস্ব কর্মকর্তা মো: আমজাদ হাজারী (বাকাএভ প্রতিনিধি), রাজস্ব কর্মকর্তা মো: নাহিদ হোসেন (বাকাএভ প্রতিনিধি), সহকারী রাজস্ব কর্মকর্তা রাসেল মাহমুদ জুয়েল, (বাকাএভ প্রতিনিধি), সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম (বকুল) (চকাএভ সাধারণ সম্পাদক) । ![]() কাস্টমসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে অব্যাহতি দেয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ বক্তারা আজকের মধ্যেই যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরের
অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। অন্যথায় সাময়িক
কর্মবিরতিসহ আরও কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। বক্তারা বলেন, যুগ্ম কমিশনার মো. লুৎফুল গত বুধবার (২৫ নভেম্বর) অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ওই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তার ফাইল ছিঁড়ে ফেলেন লুৎফুল। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এনবিআর থেকে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় সারাদেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
বক্তারা আজকের মধ্যেই যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরের অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। অন্যথায় সাময়িক কর্মবিরতিসহ আরও কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। ডেল্টা টাইমস্/মশিউর রহমান/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |