ওআইসির নতুন মহাসচিব ইব্রাহিম তাহা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন আফ্রিকার দেশ চাদের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা। নাইজারের রাজধানী নিয়ামিতে ওআইসি ভ্ক্তু পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাহা মহাসচিব নির্বাচিত হন। ওআইসির নতুন মহাসচিব ইব্রাহিম তাহা জানা যায়, ওআইসির বর্তমান মহাসচিব ইউসুফ আহমেদ আল-ওথাইমিনের মেয়াদ আছে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত। এরপরেই ১২তম মহাসচিব হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন তাহা। উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ওআইসি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকার বিষয়ক সংস্থা। পৃথিবীর চারটি মহাদেশে ছড়িয়ে থাকা ৫৭টি দেশ এর সদস্য। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |