জার্মানিতে গাড়ির ধাক্কায় ৫ পথচারীর মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় নয় মাস বয়সী একটি মেয়েশিশুসহ পাঁচ জন পথচারী নিহত হয়েছেন। আরও ১৫ জন আহত হয়েছেন । মঙ্গলবার (১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ![]() জার্মানিতে গাড়ির ধাক্কায় ৫ পথচারীর মৃত্যু প্র্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যস্ত বিপণিবিতান এলাকার ফুটপাতে উঠে পড়া দ্রুতগামী গাড়িটির ধাক্কায় বেশ কয়েকজন ছিটকে যান, লোকজন আতঙ্কে ছুটাছুটি ও চিৎকার শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যেই ট্রিয়ারের বাসিন্দা ৫১ বছর বয়সী এক জার্মানকে আটক করা হয়, এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রিয়ার পুলিশের উপপ্রধান ফ্রান্স ডিটা আনকেনা জানিয়েছেন, সন্দেহভাজন গত কয়েক রাত তার গাড়িতেই কাটিয়েছেন আর তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই বলে মনে হচ্ছে। গাড়িটি তার নয়, অন্য কারও কাছ থেকে ধার করা; কারণ সেটির রেজিস্ট্রেশন অন্য আরেকজনের নামে। পুলিশের খাতায় সন্দেভাজনের নামে কোনো রেকর্ড পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৬ সালে বার্লিনের ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলা চালিয়ে ১২ জনকে হত্যা ও বহু লোককে আহত করার ঘটনার পর থেকে জার্মানিজুড়ে হাঁটাপথগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ডেল্টা টাইমস্/শামীম হোসেন সামন/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |