হোয়াইট হাউজে ঘুষ লেনদেন বিষয়ক তদন্ত শুরু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
প্রেসিডেন্টের ক্ষমার জন্য হোয়াইট হাউজে ঘুষ লেনদেনের এক ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মঙ্গলবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ বেরিল হাওয়েল প্রসিকিউশনকে এই তদন্ত শুরুর অনুমতি দেন। রয়টার্স জানিয়েছে, আদালতের নথিতে এ বিষয়টিকে ‘ক্ষমার জন্য ঘুষ নিয়ে তদন্ত’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ![]() হোয়াইট হাউজে ঘুষ লেনদেন বিষয়ক তদন্ত শুরু ওয়াশিংটনে ফেডারেল প্রসিকিউটররা আদালতকে বলেছেন, ঘুষ লেনদেনের পরিকল্পনার কিছু প্রমাণ তারা পেয়েছেন, যেখানে প্রেসিডেন্টের ক্ষমা বা দণ্ড মওকুফের বিনিময়ে ‘বড় ধরনের রাজনৈতিক সুবিধা’ দেওয়ার প্রস্তাব করার কথা রয়েছে। সিএনএন লিখেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ বেলায় বিচার বিভাগের এই তদন্তের ঘোষণা নতুন আলোচনার জন্ম দিল। প্রসিকিউটররা বলেছেন, এই তদন্তের জন্য মোট তিনজনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করেছেন তারা। উল্লেখ্য, ওয়েবসাইটে প্রকাশিত ১৮ পৃষ্ঠার ওই নথির অর্ধেক তথ্যই ঢেকে দেওয়া হয়েছে। যে অংশটুকু পড়া যায়, তাতে কারও নাম বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য নেই। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |