বাগেরহাটে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
বাগেরহাট প্রতিনিধি:
|
বাগেরহাটে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ বাগেরহাট পৌরসভার সকল পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও প্রাকটিক্যাল এ্যাকশনের যৌথ অর্থায়নে এবং কর্মজীবী নারীর বাস্তবায়নে এ কাজের উদ্ভোধন করেন বাগেরহাট পৌরসভার মেয়ল খাঁন হাবিবুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌরসভার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মো: রোকোনুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, কর্মজীবী নারী দীর্ঘদিন ধরে বাগেরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় প্রত্যক পরিচ্ছন্নতা কর্মীকে মাক্স, সেনিটাইজার, হ্যান্ড গ্লোভস ইত্যাদি বিতরণ করা হয়েছে। ডেল্টা টাইমস্/সোহাগ/সিআর/জেডএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |