সরিষাবাড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
|
জামালপুরের সরিষাবাড়িতে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্ররা গ্রামে রাস্তার পাশের ডোবায় ভাসমান লাশটি উদ্ধার করা হয়। ![]() সরিষাবাড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা এলাকায় (আদ্রা বাজারের পশ্চিমে) সকালে ডোবার পানিতে ওই যুবকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। এসময় স্থানীয়রা সরিষাবাড়ি থানার পুলিশকে খবর দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান জানান, মৃত যুবক এই এলাকার মানুষ নয়। অন্য এলাকা থেকে কে বা কারা হত্যা করে এই ডুবাতে ফেলেছে বলে তার ধারণা। এ ব্যাপারে সরিষাবাড়ি থানার এস আই আশরাফুল আলম জানান, অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। ডেল্টা টাইমস্/জাহিদ হাসান/সিআর/জেডএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |