রাজশাহীতে ৪ কেজি হেরোইনসহ আটক ২
ডেল্টা টাইমস ডেস্ক :
|
রাজশাহী নগরীতে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত এই হেরোইনের দাম ৪ কোটি ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। রোববার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনের এই বিপুল চালান আটকে দেয় র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ ঘটনায় আটক দুজন হলেন- জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) ও তার সহযোগী রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি (৩০)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি প্যাকেটে থাকা ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |