বঙ্গবন্ধু টি-২০ কাপের সম্প্রচারে শর্ত সাপেক্ষে ভ্যাট মওকুফ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বঙ্গবন্ধু টি-২০ কাপের সরাসরি টেলিভিশন সম্প্রচারে প্রযোজ্য ৫ কোটি ৭০ লাখ টাকার ভ্যাট শর্ত সাপেক্ষে মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এম এস রিয়েল ইমপ্যাক্ট প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান এ অব্যাহতি সুবিধা পেয়েছে। এনবিআর প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দীন সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি) থেকে আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ কাপ একটি জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ও এর সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেলা দেশ-বিদেশে সরাসরি টেলিভিশনে সম্প্রচারের দায়িত্ব গ্রহণ করে। যা বাংলাদেশের ক্রিকেট ও দেশের জন্য গৌরবের ও সম্মানের। এই টুর্নামেন্ট থেকে আয়লব্ধ অর্থ ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। তাই এনবিআর মূসক ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী এম এস রিয়েল ইমপ্যাক্ট প্রাইভেট লিমিটেড ইন্ডিয়াকে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা প্রযোজ্য মূসক শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হলো। শর্তগুলো হলো, বঙ্গবন্ধু টি-২০ কাপ আয়োজন উপলক্ষে বিসিবি থেকে পরিশোধযোগ্য শুধু সম্প্রচার ব্যয়ের ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে। সম্প্রচার বাবদ পরিশোধযোগ্য অর্থের যাবতীয় হিসাব বিবরণী বিসিবি থেকে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে অবহিত করতে হবে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |