করোনায় মার্কিন অভিনেত্রীর মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
করোনাভাইরাস জটিলতায় জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ডাউন ওয়েলসের (৮২) মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর মুখপাত্র হারলান বল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছোট পর্দায় অভিনয় করে খ্যাতি পান এই তারকা। টিভি কমেডি ধারাবাহিক ‘গিলিগান’স আইল্যান্ড’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ওয়েলস। ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এই ধারাবাহিকটি প্রচারিত হয়। ‘গিলিগান’স আইল্যান্ড’-এর অন্যতম অভিনেত্রী টিনা লুইস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ডাউনের মৃত্যুর কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। আমার প্রতি তার সদয়তা আমি সবসময় স্মরণ করব।’ নেভাদার রেনো শহরে ওয়েলসের জন্ম। তিনি ১৫০টিরই বেশি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। অভিনয়ের বাইরে ওয়েলস ছিলেন প্রযোজক, লেখক, সাংবাদিক, মোটিভেশনাল স্পিকার, শিক্ষক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী। উল্লেখ্য, হাতিদের অভয়ারণ্য রক্ষার জন্য কাজ করে ১৯৯৫ সালে তিনি স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন দ্য এলিফ্যান্ট স্যাঙ্কুয়ারি অ্যাওয়ার্ড। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |