জয়ে বছর শুরু ওয়েস্টহ্যামের
ডেল্টা টাইমস ডেস্ক :
|
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ মুহূর্তের গোলে কষ্টের জয় পেয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। গুডিসন পার্কে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা এভারটনকে ১-০ গোলে হারিয়ে বছর শুরু করেছে ওয়েস্টহ্যাম। ![]() জয়ে বছর শুরু ওয়েস্টহ্যামের আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে গোল পেতে সময় লেগেছে বেশ। দু’দলের আক্রমণভাগের খেলোয়াড়দের শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে বারবার। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়। বিরতির পরও হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায় দুই দল। গোল করতে মরিয়া দুটি দলই। অবশেষে গোলের জন্য অপেক্ষার শেষ হয় ৮৬ মিনিটে। এই সময়ে ম্যাচের একমাত্র গোলটি আসে মিডফিল্ডার টি সুচেকের পা থেকে। ম্যাচের বাকি সময়টা গোল পরিশোধে ব্যর্থ হয় এভারটন। ফলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্টহ্যাম। এ জয়ে ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠে এল ওয়েস্টহাম ইউনাইটেড। অন্যদিকে ১৬ ম্যাচ খেলা এভারটনের অর্জন ২৯ পয়েন্ট। টেবিলে তাদের অবস্থান চতুর্থ। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |