বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ শিবিরে করোনার হানা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১, ৫:৪৩ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশের মাটিতে পা রাখার আগেই করোনা থাবা বসিয়েছে উইন্ডিজ শিবিরে।দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। দলটির ওয়ানডে স্কোয়াডে থাকা ডানহাতি মিডিয়াম পেসার রোমারিও শেফার্ডের করোনা পজিটিভ ধরা পড়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।

উইন্ডিজ শিবিরে করোনার হানা

উইন্ডিজ শিবিরে করোনার হানা

এক বিবৃতিতে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশ সফর কেন্দ্র করে স্কোয়াডে থাকা সব খেলোয়াড়ের প্রথম পর্বের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দলের বাকিরা নেগেটিভ এলেও পজিটিভ হয়েছেন শেফার্ড। ২৬ বছর বয়সী পেসার শুধু ওয়ানডে স্কোয়াডে ছিলেন। বাংলাদেশে আসা হচ্ছে না এই পেসারের।

বিবৃতিতে আরও বলা হয়, শেফার্ড এখন গায়ানাতে তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন। আগামীকাল শনিবার দ্বিতীয় পর্বের কোভিড পরীক্ষা হবে।  তার ফল নিশ্চিত হলে সফরের স্কোয়াড চূড়ান্ত হবে।
উল্লেখ্য, শেফার্ড করোনা আক্রান্ত হওয়ার কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটতে যাচ্ছে ২৪ বছর বয়সী পেসার কিয়োন হার্ডিংয়ের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে ২৫.১১ গড়ে ৫৪ উইকেট শিকার করেছেন এই তরুণ।



ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com