আখাউড়ায় বাবার পক্ষে চিত্রনায়ক রোশানের গণসংযোগ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
|
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে নিজ এলাকায় বাবার পক্ষে গণসংযোগ করছেন চিত্রনায়ক রোশান। শনিবার (৯জানুয়ারি) সকালে তার বাবা সাবেক মেয়র নূরুল হক ভূইয়ার সমর্থনে পৌরসভার কলেজপাড়া, নারায়ন পুর,সড়ক বাজার ও দুর্গাপুরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ করেন নায়ক রোশান। ![]() আখাউড়ায় বাবার পক্ষে চিত্রনায়ক রোশানের গণসংযোগ গণসংযোগ শেষে পথসভা ও জনসভায় অংশ নিয়ে রোশান বলেন, আমার বাবা তিনবার চেয়ারম্যান ও ৯ বছর মেয়র ছিলেন। তিনি আমাদের জন্য কোন কিছু করেন নি শুধু আমাদের শিক্ষিত করেছেন।উনার চিন্তা ছিল শুধু জনগণের সেবা করা। তিনি বাবার জন্য সকলের নিকট ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী ৪র্থ দফায় গুরুত্বপূর্ণ আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে যে কয়টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়, এর মধ্যে আখাউড়া রয়েছে। আখাউড়া পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন। ডেল্টা টাইমস্/অমিত হাসান অপু/এম আর/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |