৯ দিনেও উদ্ধার হয়নি কালীগঞ্জের সেই স্কুলছাত্রী
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
|
গাজীপুরের কালীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণের ৯ দিনেও উদ্ধার করতে পারেনি কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২ জানুয়ারি) উপজেলার জাংগালিয়া ইউনিয়নের মিনিড়াইল এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অপহৃত ওই শিক্ষার্থীর বাবা জাকির হোসেন বাগমার বাদী হয়ে শনিবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত কর্মকর্তা এএসআই আব্দুছ সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদেরকে ধরে মামলা রুজু করা হবে। ![]() প্রতীকী ছবি। ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জামালপুর ইউনিয়নের কাপাইশ বালালিয়া এলাকার ফজলুল হক ওরফে ফজু শেখের ছেলে অটো চালক মোস্তাকিম শেখ (২০) আমার মেয়েকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। ৩/৪ দিন পূর্বে ওই লম্পট অটো চালকের বাবা ফুজ শেখ আমার মেয়ের সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়। এদিকে আমার মেয়েকে শনিবার সকাল সাড়ে ১১ টায় জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে ভর্তির জন্য স্কুলে যাওয়ার পথে পথ রোধ করে জোরপূর্বক লম্পট মোস্তাকিম কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ৯দিন অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। অপর দিকে মামলা নিতে ঘড়িমসি করছে থানা পুলিশ । এ ব্যাপারে জাংগালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন বলেন, ঘটনাটি দুঃখ জনক। শক্ত হাতে তা দমন করতে হবে। সকলে মিলে অপহরণ, ধর্ষণ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। যাতে করে আর কোনো লম্পট এ কাজ করতে সাহস না পায়। ডেল্টা টাইমস্/ তৈয়বুর রহমান/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |