চটগ্রাম বন্দরে দেড় হাজার টন পেঁয়াজের নিলাম ২০ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক:
|
চটগ্রাম বন্দরে অখালাসকৃত প্রায় দেড় হাজার টন পেঁয়াজ আগামী ২০ জানুয়ারি ই-অকশনের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউজের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে ২০ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত কাস্টম হাউস, চটগ্রাম /জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (by bulbs gov.bd) www.nbr.gov.bd) প্রদর্শিত ই-অকশন লিংকে প্রবেশ করে দরপত্র দাখিল করা যাবে। ![]() চটগ্রাম বন্দরে দেড় হাজার টন পেঁয়াজের নিলাম ২০ জানুয়ারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে যেসব দরদাতা ই-অকশন সফটওয়্যারে নিবন্ধিত হয়েছেন তাদের নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই। তারা পূর্বের User ID ও Password ব্যবহার করেই নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে যেসব দরদাতা উক্ত সফটওয়্যারে নিবন্ধন করেননি তাদেরকে প্রথমে উক্ত সফটওয়্যারে নিবন্ধন করতে হবে। এদিকে, ই-অকশন সফটওয়ারে নিবন্ধন করতে বা দরপত্র দাখিলের ক্ষেত্রে কোন দরদাতা কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কাস্টম হাউসের নিলাম শাখার হেল্পলাইনে (শাখাওয়াত হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা, মোবাইল নং-০১৮৩০-১৯৭২৯৪ এবং মোহাম্মদ মোরশেদ আলম, সহকারী প্রোগ্রামার, মোবাইল নং ০১৫১৫-২৯৮০৮) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, খালাসযাগ্য পণ্য বিক্রয়ের কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ, আধুনিক ও যুগোপযাগী করার উদ্দেশ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার প্রচলিত নিলাম প্রক্রিয়ার পাশাপাশি ই-অকশন কার্যক্রম চলমান রয়েছে। ডেল্টা টাইমস/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |