ভিনিসিয়াসের হ্যাটট্রিকে টটেনহ্যামের দাপুটে জয়
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ভিনিসিয়াসের হ্যাটট্রিকে টটেনহ্যামের দাপুটে জয় কার্লোস ভিনিসিয়াসের দুরন্ত হ্যাটট্রিকে নন-লিগ প্রতিপক্ষ মারিনকে ৫-০ গোলে উড়িয়ে দিলো টটেনহ্যাম হটস্পার। বাকি দুই গোল করেন লুকাস মউরা ও আলফি ডিভাইন। দুর্বার এ জয় দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে টটেনহ্যাম। টুর্নামেন্টের এ রাউন্ডে টটেনহ্যামের সঙ্গী হয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। অন্যদিকে নিজেদের মাঠে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল ৪-০ গোলে হারিয়েছে মোরক্যাম্বেকে আর ফুটবল গুরু পেপ গার্দিওলার ম্যানসিটি ৩-০ গোলে ধরাশায়ী করেছে বার্মিংহাম সিটিকে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |