যশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নুসরাত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
শুধুই বিতর্কিত! রীতিমতো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো কাণ্ড। শোনা যাচ্ছে, স্বামী নিখিলের সঙ্গে টানাপোড়েন চলছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের। কারণ বৈবাহিক সর্ম্পকে ঢুকে পড়েছে তৃতীয় ব্যক্তি। তার ফলেই ভাঙছে এ অভিনেত্রীর সংসার। আর অভিযোগের তীর যশের দিকেই। সংসার ভাঙা এবং যশের সঙ্গে প্রেম নিয়ে এতোদিন চুপ ছিলেন নুসরাত। এবার মুখ খুলেছেন। দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন কলকাতার প্রথম সারির একটি গণমাধ্যমে। আলাদা থাকা এবং যশের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে নুসরাত বলেন, কার সঙ্গে থাকব, কার সঙ্গে ছবি পোস্ট করব, সেটা একান্তই আমার সিদ্ধান্ত। যশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নুসরাত ৮ জানুয়ারি ছিল নুসরাতের জন্মদিন। নেটিজেনদের ধারণা ছিল, জন্মদিন স্বামীর সঙ্গে কাটাবেন নুসরাত। কিন্তু সে ধারণা ভুল প্রমাণ হয়েছে। অভিনেত্রীর এবারের জন্মদিনে হাজির হননি তার স্বামী নিখিল। তবে যশ ঠিকই হাজির ছিলেন জন্মদিন পার্টিতে। জন্মদিনে নিখিল কোনো উপহার দিয়েছে এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, জন্মদিনে নিখিল উইশ করেছেন। উপহারে বিশ্বাস করেন না নুসরাত। সবাইকে বলেন, আমার গিফট চাই না। নিজেকে যেটা দেই, সেটাই আমার একমাত্র উপহার। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। জমকালো আয়োজনে তুরস্কে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা। দাম্পত্য জীবন ভালোই যাচ্ছিল তাদের। স্বামী-সংসার, লাইট-ক্যামেরার কাজ, রাজনৈতিক ময়দান সব সমান তালে সামলাচ্ছিলেন এ অভিনেত্রী। কিন্তু হঠাৎই নুসরাতের সংসারে ভাঙনের সুর ভাসছে টলিপাড়ায়। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |