রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মেডিকেল রিপোর্টার:
|
রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রাজধানীর মতিঝিল এজিবি কলোনীতে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা (২১) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই শহিদুল ইসলাম জানান, বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার খবর পেয়ে মতিঝিল এজিবি কলোনির বাউন্ডারি দেওয়াল ঘেঁষে একটি শিশু গাছের সাথে প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সকাল সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের পরনে ছিল পুরাতন একটি জিন্সের প্যান্ট ফুলহাতা গেঞ্জি। ডেল্টা টাইমস/মোস্তাফিজুর/সিআর/জেডএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |