যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক
ডেল্টা টাইমস ডেস্ক:
|
যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব আন্তর্জাতিক বিমান যাত্রীকে অবশ্যই করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। নতুন বিধি-নিষেধের আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিকসহ প্রায় সকল দেশের ভ্রমণকারীদের দেশটিতে ভ্রমণের তিনদিন আগে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসতে হবে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। জানুয়ারি থেকে এই নতুন নীতি কার্যকর হবে। ফাইল ফটো জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৪ হাজার ৫শ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজার। কোভিড ট্র্যাকিং প্রোজেক্ট অনুযায়ী, প্রায় ১ লাখ ৩১ হাজার মানুষ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৩৮ লাখ ১৬ হাজার ২৮ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯১ লাখ ৬২ হাজার ৫৯৮। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় আছে ২৯ হাজার ২২২ জন। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |