কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী নওগাঁ থেকে উদ্ধার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
|
গাজীপুরের কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী ১২ দিন পর নওগাঁ থেকে উদ্ধার করেন কালীগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে উদ্ধারকৃত ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপহৃত ওই শিক্ষার্থীর বাবা জাকির হোসেন বাগমার বাদী হয়ে শনিবার (২ জানুয়ারি) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার ভোরে অপহৃত স্কুল শিক্ষার্থী সোহাগী আক্তার (১৩) কে নওগাঁ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ![]() কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী নওগাঁ থেকে উদ্ধার অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জামালপুর ইউনিয়নের কাপাইশ বালালিয়া এলাকার ফজলুল হক ওরফে ফজু শেখের ছেলে অটো চালক মোস্তাকিম শেখ (২০) আমার মেয়েকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২ জানুয়ারি নবম শ্রেণিতে ভর্তির জন্য বাড়ী থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে নিরব রাস্তা থেকে জোরপূর্বক মোস্তাকিম ও তার সহযোগীদের নিয়ে তুলে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা জাকির হোসেন বাগমার বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় কাপাইস গ্রামের ফজলুল হক ওরফে ফজু শেখকে মঙ্গলবার গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে বুধবার সকালে আটককৃত ওই ফজু শেখ কে গাজীপুর আদালতে প্রেরণ করেন থানা পুলিশ। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে. এম মিজানুল হক বলেন- ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফজু শেখ নামের একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপহরণের মূল হোতা মোস্তাকিমকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ডেল্টা টাইমস্/তৈয়বুর রহমান/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |