বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১, ৮:৫০ পিএম | অনলাইন সংস্করণ

গাজীপুরের শ্রীপুরে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা রাস্তা দখলের প্রতিবাদ করলে উল্টো তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।
শ্রীপুরে রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ

শ্রীপুরে রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ


ভুক্তভোগী আসাদ মিয়া ও বাদল মিয়াসহ স্থানীয়রা জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ছোট কলিম উচ্চ বিদ্যালয় হতে আশফাক কারখানার সরকারী ৮০০ফুট দীর্ঘ ও ৭ফুট প্রস্থের সড়কটি স্থানীয়রা দীর্ঘ প্রায় ২০বছর যাবৎ চলাচলের জন্য ব্যবহার করে আসছে। ইউনিয়ন পরিষদের বরাদ্দে বিভিন্ন সময় সড়কটির উন্নয়ন কাজও হয়েছে। ১৫/২০দিন আগে স্থানীয় সুলতান উদ্দিন খানের ছেলে রমিজ উদ্দিন খান সড়কটির সামনের অংশের ৩ফুট দখল করে বহুতল ভবন নির্মাণের জন্য মাটিতে গর্ত করেন। এসময় ওই এলাকার বাসিন্দারা বাধা দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সজল মাষ্টার ও ইউপি মেম্বার বসে সড়কের জন্য নির্ধারিত ৭ফুট রেখে ভবন নির্মাণ কাজ চালাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার আসাদুজ্জামান, আবু সাঈদ, সলিম উদ্দিন ও শাকিব মিয়াকে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরী করেন রমিজ উদ্দিন খান।

আসাদ মিয়া আরও জানান, ওই সড়কটি দিয়ে দৈনিক কয়েক হাজার লোকজন চলাচল করে থাকে। গুরুত্বপূর্ণ সড়কটি চলাচল স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত রমিজ উদ্দিন খান জানান, বিরোধপূর্ণ জমির অংশের ইউনিয়ন পরিষদের কোন রাস্তা নেই। তবে রাস্তাটি গুরুত্বপূর্ণ থাকায় সাধারণ মানুষের চলাচলের যাতে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রেখেই ভবন নির্মাণের কাজ চলছে।

স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন মুরাদ জানান, ইউনিয়ন পরিষদের সড়কটি দখল করে বহুতল ভবন নির্মাণের খবর শুনে ভবন মালিককে নিয়ে বসে সড়কের জায়গা ছেড়ে দিয়ে ভবন নির্মাণের কথা বলা হয়েছে।




ডেল্টা টাইমস্/ ইমরান হোসেন/এম আর/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com