আচরণবিধি ভঙ্গের দায়ে মধুপুরে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
|
নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার দুই কাউন্সিলর প্রার্থীকে আর্থিক জরিমানা করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মধুপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. করিম। ![]() প্রতীকী ছবি। কাউন্সিলর প্রার্থীরা হলেন; মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন ভূঁইয়া ও টেবিল-ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী সামসুজ্জামান ওরফে জামান। আগামী ৩০ জানুয়ারি মধুপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. করিম বলেন, "দুই কাউন্সিলর প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নিজস্ব ওয়ার্ডে মিছিল করছিলেন। এজন্য তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনী বিধি পালনে সতর্কও করা হয়েছে।" ডেল্টা টাইমস্/মো. সাইফুল ইসলাম/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |