গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল
ময়মনসিংহ প্রতিনিধি:
|
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে রবিবার ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) হাজারো মানুষের ঢল নামে। এর আগে একুশের প্রথম প্রহরে শনিবার রাত থেকে উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত যানবাহনে চড়ে উপস্থিত হন হাজার হাজার মানুষ। গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল রোববার (২১ ফেব্রুয়ারি )সকালে ভাষা শহীদের গ্রাম জব্বার নগরের গফরগাঁও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মীরা শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করে। উপজেলা প্রশাসন ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জব্বার নগরের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাজুল ইসলাম,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুল আলমসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। ডেল্টা টাইমস্/আলমগীর সরকার/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |