পুলিশের ফেসবুকে নারীর অভিযোগ, সাবেক স্বামীকে গ্রেপ্তার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেইজে অভিযোগ পেয়ে এক নারীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড ডিআর) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি এক ভদ্রলোক বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজের ইনবক্সে জানান, এক ভদ্র মহিলাকে তার প্রাক্তন স্বামী আতিকুল ইসলাম বাবু নানাভাবে হয়রানি করছেন। বিভিন্ন সময় তাকে নানাভাবে হুমকি দিয়ে তার স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করছেন। এই নারী অত্যন্ত শঙ্কিত ও বিপর্যস্ত জীবন যাপন করছেন। এসব বিষয় তিনি কারো সাথে শেয়ার করতেও লজ্জিত ও শঙ্কা বোধ করছেন। ![]() পুলিশের ফেসবুকে নারীর অভিযোগ, সাবেক স্বামীকে গ্রেপ্তার সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভদ্র মহিলাকে অত্যন্ত অশ্লীল গালাগাল, হুমকি ও হয়রানির প্রমাণস্বরূপ একটি অডিও টেপ তথ্যদাতা ওই ভদ্রলোক মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে পাঠান। মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং উক্ত ভদ্র মহিলার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ রয়েছে এমন ভয় দেখিয়ে তার প্রাক্তন স্বামী দীর্ঘদিন তাকে হয়রানি করে আসছিলেন। বর্তমানে, আর কোনোভাবেই তিনি সহ্য করতে পারছেন না। তিনি পুলিশের পরামর্শ ও সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষণিকভাবে ওসি রমনাকে এ বিষয়ে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়। ওসি রমনা মো. মনিরুল ইসলাম, পিপিএম তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনতে উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তী সময়ে উন্নততর তথ্যপ্রযুক্তি সেবার প্রয়োজন হওয়ায় ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহায়তা নেয়া হয়। এডিসি মো. আশরাফুল্লাহর নেতৃত্বে ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশনের একটি টিমের সার্বিক সহযোগিতায় উল্লিখিত আসামিকে ২১ ফেব্রুয়ারি রমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত আসামি আতিকুল ইসলাম বাবু একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |