দেশে পৌঁছাল করোনা টিকার দ্বিতীয় চালান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
দেশে প্রথম করোনাভাইরাসের প্রথম ধাপে ৫০ লাখ ডোজ টিকা দেশে আসার কয়েকদিন পরেই সোমবার (২২ ফেব্রুয়ারি) করোনা টিকার দ্বিতীয় চালান এসেছে। এবারের চালানে ২০ লাখ ডোজ টিকা এসেছে বাংলাদেশ। ![]() দেশে পৌঁছাল করোনা টিকার দ্বিতীয় চালান সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা ২৫ মিনিটের দিকে টিকাবাহী স্পাইস জেটের এসজি-৬৩ ফ্লাইটটি ভারতের মুম্বাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হবে। বেক্সিমকো বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিলার হিসেবে কাজ করছে। গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা কেনার চুক্তি হয়। সে অনুযায়ী, গত ২৫ জানুয়ারি এই টিকার প্রথম চালান আসে ৫০ লাখ টিকা দেশে আসে। তবে তার আগে গত ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ টিকা। উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সেদিন থেকে শুরু করে শনিবার ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |