অবশেষে নুসরাতকে বিচ্ছেদের নোটিশ নিখিলের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। এ বার তা সামনে এল। টালিউডো অভিনেত্রী, সংসদ নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন স্বামী নিখিল জৈন। তবে এ বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান না নিখিল, যা বলার তিনি পরে বলবেন। ![]() অবশেষে নুসরাতকে বিচ্ছেদের নোটিশ নিখিলের ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আজও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত। নিখিল তাতে কোনও দিন বাধা দেননি। যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে, আজমিরে ছুটি কাটাতে যাওয়া কোনও কিছু নিয়েই কোনও দিন মুখ খোলেননি নিখিল। এমনকী সামাজিক যোগাযোগের মাধ্যমেও কোনোদিন নুসরাত-বিরোধী পোস্ট দিতে দেখা যায়নি নিখিলের। বরং ভালবাসা দিবসের দিন আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরত বদলে গেলেও তিনি একই রকম আছেন। অবশেষে বাধ্য হয়ে তিনি বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন। মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরাত মোটা অংকের খোরপোষ দাবি করবেন। কারণ তাঁর অতীতের সম্পর্কেও একই রকম ইতিহাস জানা যায়। বিয়ে না করলেও, বিচ্ছেদের সময় প্রেমিকদের সঙ্গে অনেক টাকার আদানপ্রদান হয়েছিল। তবে কি এই বিচ্ছেদ আরো গাঢ় করবে যশরত-নুসরাত সম্পর্ক? যশের সঙ্গেই কি নতুন অধ্যায় শুরু হবে নুসরাতের? এখন সেটাই দেখার। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |